Posts

Showing posts from September, 2024
Image
  দেশের অনেক তারকাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এরমধ্যে একমাত্র দলীয় মনোনয়ন পেয়েছেন নায়ক ফেরদৌস। রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় নৌকার নতুন মাঝি হিসেবে ঢাকা-১০ আসনের জন্য দলীয় সম্মতি পেয়েছেন ফেরদৌস। সে হিসাবে এবারের নির্বাচনে একমাত্র নতুন তারকা হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন তিনি। এমন খবরে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে স্বস্তির বাতাস। সোশ্যাল হ্যান্ডেলে বইছে ফেরদৌসকে নিয়ে উচ্ছ্বাসের বার্তা। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু এভিনিউয়ে মুহুর্মুহু স্লোগানের মাঝে ফেরদৌস বলেন, ‘এটা তো ভীষণ আনন্দের, ভালোলাগার। যা ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। প্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহতালার প্রতি। এরপরই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। যিনি আমাকে এই মহান দায়িত্ব পালন করার জন্য মনোনীত করেছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এই দায়িত্ব পালন করার।’